Wednesday 17 June 2015

সুস্থতা আল্লাহর বড় নেয়ামত

সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, সুস্থতার মর্যাদা মানুষ তখনই বুঝে যখন সে অসুস্থ হয়ে পড়ে। যৌবনের মর্যাদা মানুষ তখনই বুঝে যখন সে বার্ধক্যে উপনীত হয়। হায়াতের মর্যাদা মানুষ তখনই বুঝে যখন তার সামনে মৃত্যু এসে হাজির হয়। কুফরীতে নিমজ্জিত হতে তখনই সে ভয় পায় যখন সে ঈমানের স্বাদ পায়। আল্লাহর নেয়ামতের মর্যাদা মানুষ তখনই বুঝে যখন বান্দার কাছ থেকে তা ছিনিয়ে নেওয়া হয়।
اللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ اللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ اللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصْرِيْ لا إِلَهَ إِلا أَنْتَ اللَّهُمَّ إِنِّيْ أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِوَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لا إِلَهَ إِلا أَنْت

আল্লা-হুম্মা আ-ফেনি- ফি- বাদানি-, আল্লা-হুম্মা আ-ফেনি- ফি- সাম্ই-, আল্লা-হুম্মা আ-ফেনি- ফি- বাসারি-, লা--- ইলাহা ইল্লা আন্তা, আল্লা-হুম্মা ইন্নি- আউযুবিকা মিনাল্ কুফ্ রী ওয়াল্ ফাক্ র্, ওয়া আউযুবিকা মিন্ আযাবিল্ কাবর্, লা- ইলাহা ইল্লা আন্ত

হে আল্লাহ! তুমি আমার শরীরে নিরাপত্তা দান কর, হে আল্লাহ! তুমি আমার শ্রবণশক্তিতে নিরাপত্তা দান কর, হে আল্লাহ! তুমি আমার দৃষ্টিশক্তিতে নিরাপত্তা দান কর, তুমি ছাড়া কোন (সত্য) ইলাহ নাই। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরী ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি ক্ববরের শাস্তি থেকে, তুমি ছাড়া কোন (সত্য) ইলাহ নাই। (আবূ দাউদ)