Friday 6 November 2015

প্রতিটি আমল, জিকির কোরআন এবং ছহীহ হাদীছের কষ্ঠিপাথরে যাচাই করেন


আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি আমল, জিকির কোরআন এবং ছহীহ হাদীছের কষ্ঠিপাথরে যাচাই করছেন তো ?
রাসুল (ছা:) বলছেন
مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ
যে এরুপ আমল করে যা আমাদের শরীআতের পরিপন্থী; তা পরিত্যাজ্য।
(বুখারী, ছহীহ মুসলিম ১৭১৮; মুসনাদ আহমাদ ২৫৪৭২, ২৬১৯১; সুনান দারাকুতনী ৪৫৩৭)
অর্থাৎ যদি আপনার আমল, জিকির রাসুলুল্লাহ (ছাঃ) এর নিয়ম এবং শরীআত মুতাবিক না হয়, তাহলে সেই আমল পরিত্যাজ্য, আল্লাহ কবুল করবেন না। তার পেছনে শত মেহনত করলেও আল্লাহ কবুল করবেন না।
যে কোন আমল করার আগে দলিল খুজুন, দলিলের যাচাই করুন। যদি নিজে না পারেন নির্ভরযোগ্য আলেম (أَهْلَ الذِّكْرِ , যারা কোরআন এবং ছহীহ হাদীছ মুতাবিক কথা বলেন) তাদের কাছে আপনার মাসলা জেনে নিন এবং দলিলও জেনে নিন।
আল্লাহ বলছেন,
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ
তোমরা যদি না জান তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর স্পষ্ট দলিলসহ।
(সুরা নাহল, আয়াত ৪৩ এবং ৪৪)

No comments:

Post a Comment