Tuesday 10 November 2015

শ্রেষ্ঠ যিকির "হল লা ইলাহা ইল্লাল্লাহ"--"মুহাম্মাদুর রাসুলুল্লাহ "কোন যিকির,-এর কালিমা নয় [বাক্যটি মেলাবার কথা কোন সাহাবী ও তাবেয়ী বলেননি]


আল্লাহতালা বলেন,
"এবং এই যে মসজিদসমূহ,
আল্লাহরই জন্য।
সুতারাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ও ডেক না। "(৭২নং সুরা জিন১৮)
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
অর্থাৎ ছদ্দ নামধারী এম এ মিথ্যার উপর B B A
এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহতালার সাথে যিকিরেত সাথে রসুল( সাঃ) যিকির হয় কি ভাবে।??প্রশ্নের জবাবে লেখা, বলাবাহুল্ল তা হয়
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালিমাটি মাধ্যমে।
কেননা এছাড়া আল্লাহর কোন একক নামের সাথে সরাসরি রসুলের নাম তথা যিকির ইসলামে স্বীকৃতি নয়।"আক্বীদা প্রকাশের মাধ্যমে কুর আন,মাজীদের ৭২নং সুরাঃ জিন এর ১৮নং মাহকাম তথা সুস্পস্ট আয়াতের বিরোধীতা করেছেন তথা কুফরী করেছেন।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
যেহেতু উক্ত আয়াত আল্লাহতায়ালা, সুস্পস্ট ভাষায় আল্লাহর নামের অন্য কাউকে ডাকতে নিষেধ করেছেন তথা যিকির করতে নিষেধ করেছেন। অথচ এম এ মিথ্যার উপর B B A
সাহেবের ভ্রান্ত আক্বীদা পোষন কতেছেন।
,"মুহাম্মাদুর রাসুলুল্লাহ " যে যিকিরের কালিমা
এবং তা আল্লাহর এবং তা আল্লাহতালারর যিকিরের সাথে তথা "লা ইলাহা ইল্লাল্লাহু"
কালিমাটির সাথেই,যিকির হবে তাতে কোন সন্দেহ নেই।"
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
"আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ থেকে এই ভাবে
কালিমাহ চলে আসিছে।জীবনে আমি কোন দিন শুনি,নাই আর দেখি নাই একত্রে এই কালিমা,পরা যাবে না। উপস্থিত শ্রোতা মন্ডলী
আপনারা কি ভয় পান এভবে দুটি কালিমা একত্রে যিকির করতে? কোন,ভয় নাই!
কোন অসুবিধা নাই!!!!!!আপনারা সবাই আমার সাথে জোরে শোতে যিকির,করুন"লা ইলাহা ইল্লাল্লাহু"."লা ইলাহা ইল্লাল্লাহু"বেশ কয়েকবার
যিকির করার পর সবাই মিলে খুব উচ্চ স্বরে যিকির করলেন "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্ময়াদুর রাসুলুল্লাহ"।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
অথচ ইভয় বাংলার রেজাল শাস্ত্রবিদ ও মুহাদ্দিস এবং আরবী,ভাষায় পন্ডিত মুহাতারাম
শায়েখ আলীমুদ্দীন সাহেব তার "কিতাব দুয়া "বইটিতে লিখেছেন যিকির শুধু"লা ইলাহা ইল্লাল্লাহু"র হবে।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
তারপর আরো লক্ষ করুন,
দারুল ইফতা হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত "আরবী ক্বায়েদা'র প্রণেতা মুহাতারাম আসাদিল্লাহ আল গালিব সাহেব নিম্ন
বর্ণিত আক্বীদা পোষন করেছেন,
কালিমায়ে ত্বাইয়্যেবাহ,---নাই কোন উপাস্য আল্লাহ ব্যতিত" । '
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
*হযরতআব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ)বলেন,অর্থাৎ কালিমায়ে ত্বাইয়্যিবাহ হল "লা ইলাহা ইলাল্লাহু"
(তাফদীরে ইবনে আব্বাস, বৈরুত১৯৮৮ পৃঃ২৫৬
তাফসীরে ইবনে কাছীর, বৈরুত,১৯৮৮,২য় খন্ড
পৃঃ৫৪১)
কালিমার নামগুলি ইজতিহাদ ভিত্তিক।শ্রেষ্ঠ যিকির "হল লা ইলাহা ইল্লাল্লাহ"--"মুহাম্মাদুর রাসুলুল্লাহ "কোন যিকির,-এর কালিমা নয়।
আল্লাহতালা হলেন সৃষ্টিকর্তা এবং মুহাম্মাদুর (ছাঃ)হলেন তার বান্দা ও সেরা সৃস্টি।
অতএব আল্লাহ ব্যতীত কোন সৃস্টি নামে যিকির করা অন্যায় "।(আরবী কায়দা --২১পৃস্টা)
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
স্ববিরোধী রসম রেওয়াজের পুজারী এবং ছদ্দ
নামধারী ওও এর আক্বীদা যে ভ্রান্ত এবং "মুহাম্মাদুর রাসুলুল্লাহ"যে যিকিরে কালিমাহ নয়
তার আরো প্রমান লক্ষ করুন, আল্লামা আবদুল্লাহেল কাফি আল কুরায়শী( রহ,)
তার "কালিমা তাইয়্যেবা "নামক পুস্তকে "লা ইলাহা ইল্লাল্লাহু "মান্য করিয়া লওয়ার অপরিহার্য
ফল স্বরুপ 'শিরুনামে লিখেছেন,
"আল্লাহ ব্যতীত কাহারো পুজা (ইবাদৎ)
এবং কাহারো নাম যপ করিও না। একমাত্র আল্লাহর এবাদৎ এবং তাহার মহিমান্বিত নামের তসবীহ পাঠ করিবে।"(কালিমা তাইয়্যিবা "-১১০পৃস্টা।)
উক্ত হাদীস টিতে বর্ণীত -লা ইলাহা ইল্লাল্লাহু বাক্যটির সাথে মুহাম্মাদুর,রাসুলুল্লাহ"বাক্যটি মেলাবার কথা কোন সাহাবী ও তাবেয়ী বলেননি।তেমনি কোন মুহাদ্দিস ও মুফাসসির ও
বলেননি।যেমন তারা কালিমায়ে ত্বইয়্যিবা ও কালিমায়ে তাক্ব্যার শব্দ" লা ইলাহা ইল্লাল্লাহ"
র সাথে "মুহাম্নাদুর রাসুলুল্লাহ "র কে মিলিয়ে বলেছেন যেমন তারা এর বর্ণিত হাদীসগুলোতে "
লা ইলাহা ইল্লাল্লাহু"র সাথে মুহাম্মাদুর রাসুলুল্লাহ"কে ও গন্য করেছেন।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
শায়েখ আলিমুদ্দিন নদী আভী সাহেব তার "কিতাবুদ দুয়া "বইটিতে লিখেছেন যিকির হবে
শুধু,"লা ইলাহা ইল্লাল্লাহু"
যাত্রা মাদ্রাসার প্রিন্সিপাল মুহাতারাম আবন্দিল খালেক সাহেব ও স্বীকার করেছেন।
"যিকিরের উদ্দেশ্যে এরুপ(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলিল্লাহ")পড়ার প্রমান হাদীসে পাইনি।
হাদীসে যিকিরের,শব্দ এরুপ(লা ইলাহা ইল্লাহু)
(তথ্য সুত্র ঃ আহলে হাদীস দর্শন -৩৫নং বুলেটিন)
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
এখন উপরুক্ত সর্বপুরী ফাতওয়া অনুযায়ী প্রমাণিত হলো যে,"মুহাম্মাদুর রাসুলুল্লাহ"বাক্যটি যিকিরের বাক্য নয়,।বরং তা রিসালাতের স্বীকৃতি দানের বাক্য।
<<<<<<<<<<<>><<<<<<<<<<<<<<<<<
ছদ্দ নামদারী মিথার উপর বি বি এ,,সাহেব
পড়েন, সত্য জানুন।
কেবল মাত্র রসম পুজারী বিদাতিরা কিতাদের প্রমান বিশ্বাস করে,না,এবং কিতাবের দলিল প্রমানের,প্রয়োজন মনে করে না।

No comments:

Post a Comment