Friday 6 November 2015

সিজদাবস্থায় দুআ করাঃ


সিজদাবস্থায় দুআ করাঃ
حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَمِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ مُسْلِمٍ يَنْصِبُ وَجْهَهُ لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي مَسْأَلَةٍ، إِلَّا أَعْطَاهَا إِيَّاهُ، إِمَّا أَنْ يُعَجِّلَهَا لَهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ "
রাসূল (সাঃ) বলেন, কোনো মুসলমান যদি তার প্রার্থন্যায় আল্লাহর নিকট সাজদাহ করে তবে আল্লাহ তাকে তা প্রদান করেন। কখনো তাড়াতাড়ি দেন, কখনো দেরীতে প্রদান করেন।
(মুসনাদ আহমাদ ৯৭৮৫; দুআ আল-কাবীর৩৭৮)
মুহাদ্দিসগনের মন্তব্যঃ
• শুআইব আরনাউতব হাদীসটিকে হাসান লিগাইরীহি বলেছেন। (তাহকীক মুসনাদ আহমাদ, হাদীস নং ৯৭৮৫)
• আল-মুনজীরি তারগীব ওয়া তারহীব (২/৩৮৯) তে বলেছেন ‘ইহার সনদে কোন সমস্যা নেই’।
• আলবানী (রহঃ) ছহীহ তারগীব (১৬৩২) এ বলেছেন ‘ছহীহ লিগাইরিহী’।
• আল-বুসরী إتحاف الخيرة المهرة (৬/৪৪২) এ বলেছেন ‘এর শাহেদ আছে’।

No comments:

Post a Comment